হৃদয় মোহামেডানের জয় তামিমকে উৎসর্গ করলেন

by Sports Desk

ঈদের পর আজ আবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঈদের ছুটির আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল টস করতে নামেন। তবে গুরুতর অসুস্থতার কারণে তামিম দলে নেই। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়, এবং তার নেতৃত্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।

গত ২৪ মার্চ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের অধিনায়ক হিসেবে টস করতে নেমে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে দ্রুত কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং বসানো হয়।

Advertisements

এমন অবস্থায় তামিমের এবারের ডিপিএলে খেলা সম্ভব হয়নি। তাকে ছাড়াই মোহামেডান মাঠে নামছে, এবং অধিনায়ক হিসেবে হৃদয় তার প্রথম ম্যাচেই জয় তুলে নেন। এই জয়টি তামিমকে উৎসর্গ করেছেন হৃদয়, এবং তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “এই জয় তামিম ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে (তামিম) মিস করেছি।”

এই জয়ের মাধ্যমে ৯ ম্যাচ শেষে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মোহামেডান, অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে প্রাইম ব্যাংক।

You may also like