গামিনির কারণে থেমে গেল বিপ্লবের অনুশীলন

by Sports Desk

বিসিবির মাঠে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ চলে আসছে। মাঠকর্মীদের আচরণ ও অনুশীলনে নানা বাধা দেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। কখনো অনুমতি ছাড়াই অনুশীলন বন্ধ করে দেওয়া হয়, কখনো আবার ক্রিকেটারদের আগে থেকে আসা সত্ত্বেও তাদের ফেরত পাঠানো হয়।

আজ সকালে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন। তাঁর দল অনুশীলনের প্রস্তুতি নিলেও ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিতে আসা বিপ্লবকে অনুশীলন করতে দেওয়া হয়নি। একইভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার আরাফাত সানি জুনিয়রও অনুশীলনে বাধা পেয়েছেন। বিসিবির মাঠকর্মীরা মৌখিকভাবে তাদের অনুশীলনে আপত্তি জানান। এরপর বিষয়টি বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাকে জানানো হয়। তার (গামিনির) অনুমতি ছাড়া বিপ্লব ও সানিকে অনুশীলন করতে দেওয়া হয়নি।

Advertisements

ঘটনার পর বিপ্লব সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, “দুঃখিত, নির্ধারিত সময়ের আগে বাড়তি অনুশীলন করলে উইকেটের ঘাস নষ্ট হয়ে যাবে।”

বিসিবি সূত্র জানাচ্ছে, একাডেমি মাঠে অনুশীলনের জন্য নির্দিষ্ট সময়সূচি রয়েছে। আজ ছয়টি দলের অনুশীলন ছিল ওই মাঠে। কিউরেটর গামিনি ডি সিলভা মনে করেছিলেন, যাতে কোন দলের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেজন্য অতিরিক্ত বা নির্ধারিত সময়ের আগে কাউকে অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি।

You may also like