উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম নাটকীয় এক সেমিফাইনাল শেষে ফাইনালে উঠেছে ইন্টার মিলান আর হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে।
সান সিরোতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নির্ধারিত সময়ের খেলা ৩–৩ গোলে ড্র হয়। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৬–৬। অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নামা ডেভিড ফ্রাত্তেসির গোলেই ৭–৬ ব্যবধানে জয় নিশ্চিত করে সিমোন ইনজাগির দল।
প্রথম লেগেও বার্সেলোনার মাঠে ৩–৩ গোলে ড্র করেছিল দুই দল। ফিরতি লেগেও আক্রমণাত্মক খেলায় প্রথমে এগিয়ে যায় ইন্টার—গোল করেন লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লু। তবে বার্সা ঘুরে দাঁড়ায় এরিক গার্সিয়া ও দানি ওলমোর গোলে। এরপর রাফিনিয়ার লক্ষ্যভেদে এগিয়ে যায় বার্সেলোনা, কিন্তু শেষ মুহূর্তে আচেরবির গোলে আবার সমতায় ফেরে ইন্টার।
অতিরিক্ত সময়ে ইরানি ফরোয়ার্ড মেহদী তারেমির পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফ্রাত্তেসি। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও জয়সূচক গোল করেছিলেন এই মিডফিল্ডার।
এই নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ইন্টার মিলান। ৩১ মে মিউনিখে অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পিএসজি অথবা আর্সেনাল।
ইউএ / টিডিএস