দুই বলের নিয়মে পরিবর্তন চায় আইসিসি

by Sports Desk

বোলারদের সুবিধা বাড়াতে ওয়ানডে ক্রিকেটে বড় পরিবর্তনের ভাবনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বর্তমানে একটি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়, যার কারণে রিভার্স সুইং প্রায় হারিয়ে গেছে। এবার সেই নিয়ম বদলে ফেলার প্রস্তাব এসেছে।

নতুন ভাবনায় বলা হচ্ছে, ইনিংসের শুরুতে আগের মতোই দুটি নতুন বল ব্যবহৃত হবে, তবে ২৫ ওভারের পর একটি বল তুলে রাখা হবে এবং বাকি ইনিংস চলবে অন্য একটি বল দিয়ে। কোন বলটি রাখা হবে, সেটি নির্ধারণ করবে বোলিং দল। এতে একটি বল দিয়ে অন্তত ২৫ ওভারের বেশি খেলা হবে, ফলে পুরনো হয়ে গেলে রিভার্স সুইংয়ের সুযোগ থাকবে।

Advertisements

এই পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকেই মনে করেন, বর্তমানে ব্যাটসম্যানরা অনেক বেশি সুবিধা পাচ্ছেন। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার আগেই বলেছিলেন, “দুটি নতুন বল ব্যবহারে রিভার্স সুইং আর হয় না, যা বোলারদের জন্য হতাশাজনক।” ব্রেট লিও তার সঙ্গে একমত, তার মতে ব্যাটারদের জন্য এটি বাড়তি সুবিধা তৈরি করেছে।

এই প্রস্তাবটি তুলেছে আইসিসির ক্রিকেট কমিটি, যার নেতৃত্বে আছেন সৌরভ গাঙ্গুলি। বর্তমানে জিম্বাবুয়েতে আইসিসির সভায় এই বিষয়ে আলোচনা চলছে।

টেস্টে ‘ওভার টাইম’ চালুর ভাবনা

আরেকটি আলোচ্য বিষয় হলো টেস্ট ক্রিকেটে প্রতি ওভারের মধ্যে বিরতির সময়সীমা নির্ধারণ করা। প্রস্তাব অনুযায়ী, ওভারের মাঝে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বিরতির নিয়ম চালুর কথা ভাবা হচ্ছে। লক্ষ্য হলো দিনে ৯০ ওভার নিশ্চিত করা এবং খেলাটির গতি বাড়ানো।

টি-টোয়েন্টি ফরম্যাটে রূপ নিচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ?

আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও টি-টোয়েন্টি ফরম্যাট চালুর বিষয়টি বিবেচনা করছে। নারীদের এই টুর্নামেন্ট ইতিমধ্যেই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে—২০২৩ ও ২০২৫ সালের আসর তেমনই হয়েছে। এবার ২০২৮ সাল থেকে পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম চালুর চিন্তা করছে সংস্থাটি।

এই তিনটি পরিবর্তন এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে এবং আইসিসির সভায় আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত পেতে কিছুটা সময় লাগবে।

You may also like