সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং না করার পর থেকেই জাসপ্রিত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছিল। সময় যত গড়িয়েছে ততই বুমরাহকে নিয়ে ভারতের অস্বস্তি বাড়ছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার না থাকা সত্ত্বেও ওয়ানডে সিরিজে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং আশা করা হচ্ছিল যে তিনি অন্তত একটি ম্যাচ খেলতে পারবেন।
কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শেষে আকস্মিকভাবে বুমরাহকে ওয়ানডে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন বরুণ চক্রবর্তী, আর বুমরাহ যাচ্ছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। যেখানে ভারতীয় ক্রিকেটাররা ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেন। এই ঘটনাটি নতুন প্রশ্ন তৈরি করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে পিঠের ইনজুরিতে আক্রান্ত হন বুমরাহ। ব্যথা অনুভব করার পর তিনি মাঠ ছাড়েন এবং এরপর আর বোলিং করেননি। এরপরই প্রধান নির্বাচক অজিত আগারকর জানান যে বুমরাহ প্রথম দুটি ওয়ানডেতে খেলতে পারবেন না, তবে তৃতীয় ওয়ানডে খেলতে তার ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু হতে আর দু-তিন সপ্তাহ বাকি থাকলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড বুমরাহর ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয় এবং তাকে পুরো ওয়ানডে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে, তবে বুমরাহর বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে বুমরাহ বেঙ্গালুরুর বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে পৌঁছেছেন, যেখানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিবেন। সেখানকার ফিজিওথেরাপিস্টরা তাকে ছাড়পত্র দিলে তিনি ম্যাচ খেলার জন্য ফিট হিসেবে বিবেচিত হবেন।
বুমরাহ চোটের কারণে গত দুই বছরে বেশ ভুগেছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত তাকে পাননি। এখন ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শঙ্কা দেখা দিয়েছে, ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিপক্ষে।
সুপ্তি / টিডিএস