চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোন দলকে দেখছেন মুরালিধরন?

স্পোর্টস ডেস্ক

 

ক্রিকেটের সর্বোচ্চ ১ হাজার ৩৪৭ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে নিয়েছেন ৮০০ উইকেট।

শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি কুমার সাঙ্গাকারার মতে, মুত্তিয়া মুরালিধরণ এমনই এক খেলোয়াড় যিনি ক্রিকেটের সবকিছুর উত্তর জানেন।

আরও অনেক ক্রিকেট কিংবদন্তির মতো ভবিষ্যদ্বাণীর প্রশ্নটা শুনতে হলো মুরালিধরনকেও। তাঁর কাছেই এবার প্রশ্ন করা হয়েছে , চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কারা খেলবে ? জবাবে মুরালি বললেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর সূচির কথা। শ্রীলঙ্কান ক্রিকেটের এই কিংবদন্তি মনে করেন ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান।

ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’

অন্যান্য কিংবদন্তিদের মাঝে সুনীল গাভাস্কার এগিয়ে রাখছেন নিজের দেশ ভারতকে। রবি শাস্ত্রী পাকিস্তানকে দেখছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে। রিকি পন্টিং ২০২৩ বিশ্বকাপের মতোই ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালের পক্ষে বাজি ধরেছেন। আর মুরালিধরন বেছে নিয়েছেন ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই।

ইউএ / টিডিএস

You may also like