কানাডার কাছে পরাজয়ে ব্রাজিলের বিশ্বকাপ পথ কঠিন

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল, যেখানে নেইমার জুনিয়র এবং ভিনিসিয়ুসের মতো তারকার পায়ের জাদু মুগ্ধ করে ফুটবলপ্রেমীদের। সেলেসাওদের মাঠে লড়াই শুধু ফুটবল প্রেমীদেরই নয়, বরং পুরো পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তবে ফুটবলেই নয়, ব্রাজিল ক্রিকেটেও সক্রিয়।

এবার ব্রাজিলের নারী ক্রিকেট দল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করেছে। তারা আমেরিকা অঞ্চল থেকে বাছাই খেলছে।

১৩ মার্চ, বৃহস্পতিবার, বুয়েনস আইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে ব্রাজিল। এটি ছিল তাদের তৃতীয় ম্যাচ, যেখানে এক জয় এবং দুই হারের পর তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ২, এবং তারা চার দলের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। এর ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে তাদের যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

এই বাছাই পর্বে আমেরিকা অঞ্চল থেকে চারটি দল অংশ নিয়েছে—ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র এবং কানাডা। এই অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে যাবে, আর সেখানে যুক্তরাষ্ট্র ও কানাডা এগিয়ে রয়েছে।

গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্রাজিল মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায়। তারা ১৭.১ ওভার ব্যাটিং করার পর সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন রবার্ট অ্যাবেরি, এবং ক্যাতোলিনা ন্যাসেমিন্ট ১৩ বলে ১১ রান করেন।

কানাডা ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন হাবিবা বাদর, ২১ রান। বান্দনা মাহাজন অপরাজিত ১০ রান করেন।

You may also like