ভারতের পরিকল্পনায় সবচেয়ে ব্যয়বহুল অলিম্পিক আয়োজন

স্পোর্টস ডেস্ক

ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের পরিকল্পনা করছে এবং আনুষ্ঠানিকভাবে আবেদন করতে যাচ্ছে। যদি তারা আয়োজক হওয়ার দায়িত্ব পায়, তাহলে এটি হতে পারে সবচেয়ে ব্যয়বহুল অলিম্পিক। দেশটির এক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, এই অলিম্পিক আয়োজনের খরচ সর্বোচ্চ ৬৪ হাজার কোটি রুপি হতে পারে।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজনের জন্য যে খরচ (৪৩,৬৩৩ কোটি রুপি) নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে ২০ হাজার কোটি রুপি বেশি খরচ হতে পারে ভারতে। অলিম্পিক আয়োজনের জন্য ন্যূনতম ৩৪,৭০০ কোটি রুপি খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে একটি উচ্চ পর্যায়ের কমিটি অলিম্পিক আয়োজনের পরিকল্পনা উপস্থাপন করেছে। সেখানে অলিম্পিক ইভেন্টগুলি অহমেদাবাদ ছাড়াও গান্ধীনগর, ভোপাল, গোয়া, মুম্বাই এবং পুনেতে অনুষ্ঠিত হবে।

অলিম্পিক আয়োজনের খরচের বিশদ বিশ্লেষণে বলা হয়েছে, ভারতে বর্তমানে যে ক্রীড়ার পরিকাঠামো রয়েছে, তার উন্নয়নে ৩০ শতাংশ খরচ হবে, নতুন পরিকাঠামো তৈরিতে ৬০ শতাংশ এবং সাময়িক পরিকাঠামো নির্মাণে ১০ শতাংশ খরচ করা হবে।

এছাড়া খরচের জন্য দুটি বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রথমটি আয়োজক কমিটির বাজেট, যেখানে গেমসের সব কার্যক্রমের জন্য ১৮,৬০০ কোটি থেকে ৪১,১০০ কোটি রুপি খরচ হবে। এতে প্রতিযোগিতার আয়োজন, লোকবল, থাকার ব্যবস্থা, যাতায়াত, সাময়িক পরিকাঠামোসহ অন্যান্য খাতে খরচ হবে।

দ্বিতীয় বাজেটটি অলিম্পিকের বাইরের খরচের জন্য, যেখানে খেলা সম্পর্কিত এবং নতুন পরিকাঠামো তৈরির জন্য ১৬,১০০ কোটি থেকে ২২,৯০০ কোটি রুপি খরচ হবে। এর মধ্যে পুরনো পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন পরিকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত।

You may also like