রোনালদোর ছেলে খেলতে পারে ৫ দেশের হয়ে

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের শেষের দিকে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এবং হয়তো খুব বেশি দিন তাকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না। তবে, তিনি তার উত্তরসূরি রেখে যেতে পারেন। রোনালদো জুনিয়র ইতোমধ্যেই একাধিক ক্লাবের জুনিয়র দলে খেলে নিজের প্রতিভা প্রমাণ করেছে।

১৪ বছর বয়সেই তার প্রতিভার ঝলক দেখিয়েছে রোনালদো জুনিয়র। জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবগুলোতে খেলেছে সে। বর্তমানে বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে।

এবার সামনে এসেছে তার জাতীয় দলে খেলার বিষয়টি। তবে, সে কোন দেশের হয়ে খেলবে? যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ রয়েছে তার, এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

২০১০ সালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করা রোনালদো জুনিয়র যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পাবে, তবে রোনালদো হয়তো চাইবেন না তার ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে খেলুক, তাই যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা কম।

রোনালদো দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার কারণে, তিনি চাইলে তার ছেলেকে ইংল্যান্ডের জাতীয় দলে খেলাতে পারেন।

যদিও রোনালদো জুনিয়রের জন্ম ক্যালিফোর্নিয়ায়, তার শৈশব কেটেছে স্পেনে। রোনালদোর সঙ্গে অন্তত ৮ বছর স্পেনে থাকার পর, স্পেনের নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ১০ বছরের নিচে কেউ যদি অন্তত ৩ বছর স্পেনে থাকে, তবে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। ফলে, স্পেনের হয়ে খেলার সম্ভাবনাও রয়েছে তার।

রোনালদো জুনিয়রের নানীর বাড়ি কেপ ভার্ডে, তাই সেই দেশের হয়ে খেলারও সুযোগ তার আছে। তবে, সবকিছু বিবেচনা করে, সম্ভবত রোনালদো চাইবেন তার ছেলে পর্তুগালের হয়ে খেলুক, এবং হয়তো তাকে পর্তুগালের জার্সিতেই দেখা যাবে।

You may also like