রুডিগারের জাদুতে রিয়াল মাদ্রিদ ফাইনালে

স্পোর্টস ডেস্ক

কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লেগটি অনুষ্ঠিত হয়েছিল রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে। ঘরের মাঠে পরাজয় মেনে নেওয়া রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল শুধু কষ্টকরই নয়, বরং লজ্জারও বিষয়। মঙ্গলবার রাতের ম্যাচে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করার জন্য তারা যেন ডেভিড আলাবার ভুলের প্রায়শ্চিত্ত করতে বাধ্য হয়।

তবে রিয়াল মাদ্রিদ যখন কামব্যাকের গল্প লেখার জন্য প্রস্তুত, তখন ফলাফল আর অজানা ছিল না। অ্যান্টনিও রুডিগারের অসাধারণ গোলের মাধ্যমে শেষ হাসি হাসে রিয়াল মাদ্রিদ এবং তারা কোপা দেল রে ফাইনালে জায়গা করে নেয়। তবে এই ম্যাচটি ডিফেন্সের দুর্বলতার প্রকাশও ঘটিয়ে গেছে।

খেলার ১১৫ মিনিটে রুডিগারের গোলের মাধ্যমে সফরকারীদের জালে বল জড়িয়ে ব্যবধান তৈরি হয়। ৪-৪ গোলে ড্র হওয়ার পরও, প্রথম লেগে ১-০ ব্যবধানে জয় পাওয়ার সুবাদে রিয়াল মাদ্রিদ ফাইনালে চলে যায়।

রিয়াল মাদ্রিদের গোলদাতারা হলেন এন্ড্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনি এবং অ্যান্টনিও রুডিগার। সোসিয়েদাদের হয়ে দুটি গোল করেন মিকেল ওইয়ারসাবাল এবং একটি গোল করেন আন্দের বারেনেচিয়া। তবে আত্মঘাতী গোলের হিসেবে ১টি গোলও আসে ডেভিড আলাবার থেকে, যিনি ম্যাচে দুটি গোলের জন্য দায়ী ছিলেন।

ম্যাচের পুরো সময়জুড়ে ভিনিসিউস ও এন্ড্রিকরা বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলে, স্কোরলাইন আরও বড় হতে পারতো। আর যদি ডিফেন্স আরও শক্তিশালী হতো, তাহলে রিয়াল মাদ্রিদ সহজেই জয় পেতে পারতো।

১৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে সোসিয়েদাদ রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দেয়। বারেনেচিয়ার গোলের মাধ্যমে তারা সমতা অর্জন করে। এই ম্যাচে, রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুনিন তেমন ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি, আর ডিফেন্সের দুর্বলতার কারণে তাকে বেশ কিছু চাপের মুখে পড়তে হয়।

৩০ মিনিটে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিক রিয়াল মাদ্রিদকে গোল উপহার দিয়ে দলটির গতি ফেরান। চিপ শটে তিনি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।

৭২ মিনিটে ডেভিড আলাবা একটি বড় ভুল করেন, যখন তিনি মারিনের পাস ঠেকাতে গিয়ে পায়ের ভুলে বলকে লুনিনকে ফাঁকি দিয়ে জালে পাঠান।

৮০ মিনিটে একই ভুল আবারও ঘটেছিল, যখন মিকেল ওইয়ারসাবালের শট আলাবার পায়ে লেগে গোল হয়ে যায়। এতে সোসিয়েদাদ আবারও ফাইনালের জন্য আশায় বুক বাঁধে।

কিন্তু শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ৪ মিনিটের মধ্যে বেলিংহ্যাম এবং চুয়ামেনি দুটি গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেন। গোল পেয়ে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়ে।

যদিও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে, ওইয়ারসাবাল দারুণ এক হেডে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

শেষ পর্যন্ত, ১১৫ মিনিটে বদলি খেলোয়াড় আর্দা গুলেরের কর্নারে রুডিগার গোল করে রিয়াল মাদ্রিদকে ফাইনালে পৌঁছানোর নিশ্চিত করে।

এখন ফাইনালে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবে বার্সেলোনা অথবা অ্যাতলেটিকো মাদ্রিদের। এই দুই দলের সেমি-ফাইনালের প্রথম লেগ ৪-৪ গোলে ড্র হয়ে ছিল, আর ফিরতি লেগটি বুধবার অনুষ্ঠিত হবে।

You may also like