মৌসুম শুরুর পর টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে থামতে হলো ইন্টার মায়ামিকে।
লিওনেল মেসিদের জয়রথ থামিয়ে দিল লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে তারা মায়ামিকে। প্রতিপক্ষের মাঠে পূর্ণ শক্তির দল নিয়েও সফল হতে পারল না মেসিরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল উত্তেজনাপূর্ণ তবে গোলশূন্য। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ২১ বছর বয়সী আমেরিকান ফরোয়ার্ড নাথান অরদাজের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার দারুণ শট পরাস্ত করে মায়ামির রক্ষণভাগকে।
ম্যাচের শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক সামান্যর জন্য বারের উপর দিয়ে চলে যায়। ফলে মৌসুমের প্রথম পরাজয় দেখতে হয় ইন্টার মায়ামিকে।
মেসিদের ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। তার সামনে হারতে হলো মেসি-সুয়ারেজদের।
আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। যেখানে লস অ্যাঞ্জেলস জয় কিংবা ড্র করতে পারলেই ইন্টার মায়ামিকে বিদায় করে সেমিফাইনালে উঠে যাবে। মায়ামির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, দ্বিতীয় লেগে জিততেই হবে তাদের।
ইউএ / টিডিএস