অশ্বিন গ্রহণ করলেন পদ্মশ্রী

স্পোর্টস ডেস্ক

ঘোষণা হয়েছিল অনেক আগেই। এবার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো পদ্ম পুরস্কার।

সোমবার (২৮ এপ্রিল) ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

চলতি বছরের জানুয়ারিতে ভারত সরকার পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করে। সেখানে ক্রিকেটে অসামান্য অবদানের জন্য অশ্বিনের নাম স্থান পায় পদ্মশ্রী পুরস্কারের তালিকায়। একই তালিকায় ছিলেন হকি তারকা পি আর শ্রীজেশ যিনি এবার পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন।

রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানেই অশ্বিনের হাতে পদ্মশ্রী তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার পাশাপাশি সম্মাননা গ্রহণ করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাবেক চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য এবং খ্যাতনামা শিল্পপতি পবন কুমার গোয়েঙ্কা।

২০২৪ সালের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তবে আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এই অফস্পিনার। দেশের হয়ে ৫৩৭ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে অনিল কুম্বলের পরেই দ্বিতীয় স্থানে আছেন তিনি।

অন্যদিকে ভারতের হয়ে দুটি অলিম্পিক পদক জেতা গোলরক্ষক পিআর শ্রীজেশও এইদিন পেয়েছেন দেশের সম্মান যা তার দীর্ঘদিনের ক্রীড়া জীবনের স্বীকৃতি।

ইউএ / টিডিএস

You may also like