পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–এর দশম আসরে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ের আনন্দে ভাসলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মুলতান সুলতান্সের তরুণ পেসার উবায়েদ শাহ। তবে তার আলোচনায় আসার কারণ বোলিং নয়, বরং এক অদ্ভুত উদযাপন—যা ঘটে তারই এক সতীর্থকে ‘অসাবধানতাবশত চড় মারার’ মাধ্যমে।
২২ এপ্রিল মুলতান ক্রিকেট স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে এই ঘটনা ঘটে। ইংলিশ ব্যাটার স্যাম বিলিংসকে আউট করার পর উচ্ছ্বাসে ভেসে যান উবায়েদ। উল্লাসের সময় লাফিয়ে উঠে হাত নাড়াতে গিয়ে ভুলবশত পাশেই থাকা সতীর্থ উসমান খানের মাথায় লাগে তার হাত।
উসমান খানের মাথায় তখন কেবল একটি হ্যাট ছিল, হেলমেট ছিল না। ফলে ঘটনাটি মুহূর্তেই মাঠে উত্তেজনা ছড়িয়ে দেয়। দ্রুত মেডিকেল টিম ছুটে আসে, তবে সৌভাগ্যবশত বড় কোনো আঘাত পাননি উসমান। কিছুক্ষণের মধ্যেই তিনি আঙুল তুলে জানান দেন—”সব ঠিক আছে।”
ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই এটিকে ‘আনকোরা কিন্তু মজার দুর্ঘটনা’ হিসেবে দেখছেন। পরে উবায়েদ শাহ নিজের ভুল বুঝে উসমানের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, ওই ম্যাচে উবায়েদ শাহ দারুণ পারফরম্যান্স করেন। ৪ ওভারে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে মুলতানের জয়ে বড় অবদান রাখেন তিনি।
এ ধরনের দুর্ঘটনা অনেক সময় চোখে লাগলেও, অধিকাংশ ক্রিকেটভক্তই এটিকে আবেগের বাড়াবাড়ি হিসেবে দেখছেন, যেখানে সতীর্থের প্রতি ভালোবাসাই একটু বেমানানভাবে প্রকাশ পেয়েছে।