সংঘাতের মধ্যেই পিএসএল নিয়ে পিসিবি বক্তব্য

পাকিস্তানের নয়টি স্থানে মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত, যা সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ হামলায় পাকিস্তানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এমন টানটান উত্তেজনার মাঝেও ক্রীড়াঙ্গনে চলছে নিয়মিত কার্যক্রম, তবে শঙ্কাও বাড়ছে। কারণ, এই মুহূর্তে ভারত ও পাকিস্তান উভয় দেশেই চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—যেখানে অংশ নিচ্ছেন বিশ্বের নানা প্রান্তের তারকা ক্রিকেটাররা। চলমান সংঘাত পরিস্থিতির কারণে লিগগুলোর ভবিষ্যৎ নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোজাসাপ্টা জানিয়েছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পূর্বঘোষিত সূচি অনুযায়ীই চলবে। আজ সন্ধ্যায় ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে টস হওয়ার কথা রয়েছে।

বর্তমানে পিএসএলের খেলা রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে চারদিন থাকবে টুর্নামেন্টটি। এরপর ১১ মার্চ ম্যাচ হবে মুলতানে। প্রথম কোয়ালিফায়ারসহ শেষের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এদিকে, সংঘাতময় পরিস্থিতিতে পিএসএলে অংশ নেওয়া বাংলাদেশি দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও নাহিদ রানার ওপর বিশেষ নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি নিয়মিতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে তারা মানসিকভাবে স্বস্তিতে থাকেন।

বোর্ড সভাপতি ফরুক আহমেদ ব্যক্তিগতভাবেও বিষয়টি তদারকি করছেন এবং সরাসরি কথা বলেছেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে। একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বিসিবি, যাতে প্রয়োজনীয় সব নিরাপত্তা নিশ্চিত করা যায়।

You may also like