৪৩ বছর পর এশিয়া কাপ হকি খেলতে পারছে না বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় আসন্ন এশিয়া কাপে জায়গা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। দীর্ঘ সময় পর এশিয়ার শীর্ষ মঞ্চে সুযোগ হারানোয় হকি দলের ব্যর্থতা নিয়ে উঠেছে প্রশ্ন, শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
রবিবার (৪ মে) এই ব্যর্থতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও দায় নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন—‘জায়গা হয়নি জিমির। এশিয়া কাপে নেই বাংলাদেশ, ব্যর্থতার দায় কার’—জাতীয় ক্রীড়া পরিষদের নজরে আসে। এরপর বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে এনএসসির পরিচালক (ক্রীড়া) মো. হুমায়ুন কবীরকে। সদস্য হিসেবে থাকছেন চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া উপদেষ্টা) একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সদস্য সচিবের দায়িত্বে আছেন সহকারী পরিচালক (ক্রীড়া) সাজিয়া আফরিন।
বাংলাদেশ হকির ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত রাসেল মাহমুদ জিমি। তবে এএইচএফ কাপে তাকে বিবেচনায়ই আনেনি হকি ফেডারেশন। এমনকি ফিটনেস পরীক্ষার জন্যও ডাকা হয়নি অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে। ফেডারেশনের একটি অলিখিত সিদ্ধান্ত অনুযায়ী, ৩২ বছরের বেশি বয়সী কোনো খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাবেন না—যদিও বয়স নয়, পারফরম্যান্স, ফিটনেস ও শৃঙ্খলাই হওয়ার কথা ছিল মূল বিবেচ্য। এভাবে নিয়ম বেঁধে দেয়ায় তখনই সাবেক খেলোয়াড় ও হকি সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
সেই সময় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হকি ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করলেও, তারা নিজেদের অবস্থানে অটল ছিল। এখন এএইচএফ কাপে দলের ব্যর্থতার পর আবারও আলোচনায় এসেছে জিমিকে উপেক্ষা করার বিষয়টি। শুধু তাই নয় দল গঠনের পদ্ধতি, টুর্নামেন্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকা, বিদেশি দলের সঙ্গে অনুশীলনের অভাব এবং ফেডারেশন কর্মকর্তাদের দূরদর্শিতার ঘাটতির কথাও উঠে আসছে সমালোচনায়।
দলের এমন ব্যর্থতার পরও এখন পর্যন্ত হকি ফেডারেশনের পক্ষ থেকে কোনো আত্মসমালোচনার উদ্যোগ দেখা যায়নি। এই পরিস্থিতিতে জাতীয় স্বার্থে এগিয়ে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। হকির সাম্প্রতিক ব্যর্থতা খতিয়ে দেখতে তারা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুরো হকি অঙ্গন এখন তাকিয়ে আছে সেই কমিটির প্রতিবেদনের দিকে যেখানে উঠে আসবে দল নির্বাচন থেকে শুরু করে টুর্নামেন্ট প্রস্তুতির নানা ঘাটতির বিষয়।
ইউএ / টিডিএস