বিশ্বকাপ ২০২৬: সময়সূচি ও ভেন্যুর ঘোষণা

by Sports Desk

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ২০২২ সালেই চূড়ান্ত হয়েছিল। আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে এই টুর্নামেন্টের সময়সূচি ও সাতটি ভেন্যুর নাম। আগামী বছরের ১২ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ৫ জুলাই। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে।

এর আগে, ২০১৭ সালে লর্ডসেই হয়েছিল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, যেখানে স্বাগতিক ইংল্যান্ড ভারতকে ৯ রানে হারিয়ে শিরোপা জিতেছিল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে মোট ২৪ দিন, যেখানে অনুষ্ঠিত হবে ৩৩টি ম্যাচ। এবারের আসরে দল সংখ্যা বাড়িয়ে ১২টি করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকবে ৬টি করে দল।

Advertisements

২০২3 সালের অক্টোবর পর্যন্ত আইসিসির র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো—ইংল্যান্ড (আয়োজক), অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বাকি চারটি দলকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হবে বাছাইপর্বের মাধ্যমে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও।

You may also like