বাংলাদেশের র‍্যাঙ্কিং পতনে কোচের প্রতিক্রিয়া

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স মারাত্মকভাবে নিচে নেমে গেছে। ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে টাইগাররা পিছিয়ে গিয়ে এখন দশম স্থানে। আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী চার রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে বাংলাদেশ দল যার নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই অবস্থায় প্রকাশ্যে হতাশা জানালেন বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল।

মঙ্গলবার (৬ মে) সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা অবশ্যই হতাশাজনক। শুধু কোচ হিসেবে নয় একজন বাংলাদেশি হিসেবেও এই চিত্র খুবই কষ্ট দেয়। আমরা উন্নতির কথা বলি কিন্তু মাঠে যদি সেটার প্রতিফলন না থাকে, র‍্যাঙ্কিংয়ে যদি অগ্রগতি না হয়, তাহলে সেটা খারাপ লাগারই কথা।”

বর্তমানে বাংলাদেশ দশম স্থানে থাকলেও সামনে চ্যালেঞ্জ আরও বড়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণে ওয়ানডে ম্যাচের সংখ্যা আরও কমে আসবে। এরইমধ্যে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ওয়ানডে বাদ দিয়ে কেবল টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন কোচ বাবুল। তিনি বলেন, “খেলোয়াড়রা যদি নিজেদের জায়গা থেকে দায়িত্ব নেয় তাহলে অবশ্যই এই বিপর্যয় সামলানো সম্ভব। ভালো ক্রিকেট খেলা, দেশের মান বাড়ানো এবং র‍্যাঙ্কিংয়ে উন্নতি আনার দায়িত্ব ওদের। আমরা সবাই মিলে চেষ্টা করলে আগের চেয়ে ভালো অবস্থানে ফিরতে পারব ইনশা-আল্লাহ।”

এই অবস্থায় নতুন করে প্রশ্ন উঠছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিয়ে। ক্রিকেট বিষয়ক প্রভাবশালী সাময়িকী ‘উইজডেন’ জানিয়েছে, আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ওডিআই র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া অন্য দলগুলোর জন্য এটি বাধ্যতামূলক। তবে দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটে থেকেই আয়োজক হয় তাহলে নবম দলকেও সরাসরি সুযোগ দেওয়া হতে পারে।

ইউএ / টিডিএস

You may also like