ফটোসেশন করেও ভারত যেতে পারলেন না যারা

by Sports Desk

সকালে ফ্লাইট ধরার পূর্বপ্রস্তুতি হিসেবে রাতে লাগেজ গোছানোর সময়ে বাদ পড়লেন ৩ জন।

ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচে যোগ দিতে রওনা হওয়ার আগের রাতে দল থেকে বাদ পড়েন আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন। এই তিনজনই ভারত সফরের আশায় ছিলেন, কিন্তু ঘুমের আগে দুটো খারাপ খবর পান। তাদের বাদ পড়ার পর দলে ২৪ জন খেলোয়াড় অবশিষ্ট থাকেন।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা ৩০ জন ফুটবলারকে ডেকেছিলেন। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুজন চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি। এছাড়া, ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে ঢাকায় আনেননি কোচ; তিনি তায়েফ থেকে সরাসরি ইতালি ফিরে গেছেন।

আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন হামজা চৌধুরী ও আল আমিন। তবে ম্যাচের আগেই স্কোয়াড ২৩ জনে নামিয়ে আনা হবে। কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা দল চূড়ান্ত করতে না পারায় ২৭ জন ফুটবলার ফটোসেশনে অংশ নেন। এর মানে, এই ২৪ জনের তালিকা থেকে আরেকজন বাদ পড়তে পারেন।

ইউএ / টিডিএস

You may also like