মৌসুমের শেষ প্রান্তে এসে ফুটবল বিশ্বে শুরু হয়েছে দলবদলের গুঞ্জন। জুন থেকে শুরু হয়ে প্রায় দেড় মাস চলবে গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডো। আর সেই দলবদলের আলোচনায় এখন শিরোনামে জার্মান ডিফেন্ডার জোনাথন টাহ।
বর্তমানে বায়ার লেভারকুসেনের হয়ে খেলা এই ২৯ বছর বয়সী সেন্টারব্যাক গেল মৌসুমে ক্লাবটির ঐতিহাসিক লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার এবং তিনি নিজেই জানিয়েছেন—ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে চান।
এমন ঘোষণার পরই ইউরোপের তিন ফুটবল জায়ান্ট—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
বার্সেলোনার আগ্রহ অবশ্য নতুন নয়। সাবেক জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে জাতীয় দলে খেলার সময় টাহ ফ্লিকের পছন্দের তালিকায় ছিলেন। তখন থেকেই তাকে দলে চায় কাতালান ক্লাবটি। যদিও লেভারকুসেনের ভালো পারফরম্যান্সের কারণে তখন দলবদল সম্ভব হয়নি।
রিয়াল মাদ্রিদের আগ্রহের পেছনে রয়েছে আরও একটি কারণ। গুঞ্জন বলছে কার্লো আনচেলত্তি দল ছাড়লে তার জায়গায় রিয়ালের পরবর্তী কোচ হিসেবে আসতে পারেন লেভারকুসেন কোচ জাবি আলোনসো। আর তিনি কোচ হয়ে এলে নিজের প্রিয় শিষ্য টাহকেও সঙ্গে আনতে পারেন—এমন খবর প্রকাশ করেছে গোল ডটকম ও মার্কাসহ একাধিক ইউরোপীয় গণমাধ্যম।
জোনাথন টাহকে ঘিরে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাই নয় আগ্রহ দেখিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। ঘরোয়া লিগে সাফল্য পেলেও ইউরোপিয়ান মঞ্চে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন মৌসুমের জন্য রক্ষণভাগ শক্তিশালী করতে চায় বায়ার্ন। আর নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির চোখে পছন্দের নাম—জোনাথন টাহ।
জার্মান খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড গড়ায় বরাবরই আগ্রহী বায়ার্ন। চলতি মৌসুমেই তারা লেভারকুসেনের তরুণ তারকা ফ্লোরিয়ান ভির্টজকে দলে ভেড়াতে ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করেছে বলে শোনা যাচ্ছে। তবে বড় তারকাদের কেনার জন্য জায়গা করতে দল ছাড়তে হতে পারে কয়েকজনকে। তাদের মধ্যে অন্যতম কোরিয়ান ডিফেন্ডার কিম মিন জায়ে।
কিমকে ছেড়ে দিলে ফ্রি ট্রান্সফারে অভিজ্ঞ ডিফেন্ডার টাহকে দলে টানার পরিকল্পনা করছে বায়ার্ন। সব মিলিয়ে এই জার্মান ডিফেন্ডারকে ঘিরে ইউরোপের তিন জায়ান্ট ক্লাবের আগ্রহ নিয়ে আলোচনা থামছে না বরং গ্রীষ্মকালীন দলবদলের আগে আরও বাড়ছে উত্তাপ।
ইউএ / টিডিএস