নিজেকেও ছাড়িয়ে যাওয়ার পথে কোহলি

আইপিএলে আবারও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহাতারকা বিরাট কোহলি। প্রতিবারের মতো এবারও ছুঁয়ে ফেলেছেন ৫০০ রানের মাইলফলক আর তাতেই গড়েছেন অনন্য এক কীর্তি।

শনিবার (৩ মে) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে চলতি আইপিএলে কোহলির রান দাঁড়ায় ৫০৫। এর মধ্য দিয়ে তিনি উঠে এসেছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। মাথায় উঠেছে অরেঞ্জ ক্যাপ।

তবে এটিই মূল কীর্তি নয়। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কোহলি ৮টি আলাদা আসরে অন্তত ৫০০ রান করার রেকর্ড গড়েছেন। এতদিন এই তালিকায় সবচেয়ে এগিয়ে ছিলেন ডেভিড ওয়ার্নার—৭ মৌসুমে ৫০০-এর বেশি রান করে। তার আইপিএল ক্যারিয়ার প্রায় শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। অন্যদিকে লোকেশ রাহুল এখনও পর্যন্ত ৬ মৌসুমে ৫০০ ছুঁয়েছেন। এবারও সামনে সুযোগ আছে তার।

আইপিএলে কোহলির শুরুটা ছিল ধীরগতির। ২০০৮ এবং ২০০৯ আসরে রান ছিল যথাক্রমে ১৬৫ ও ২৪৬। ২০১০ সালে প্রথমবার ৩০০ রানের ঘরে (৩০৭) পৌঁছান তিনি। এরপর থেকে আর কখনও ৩০০-এর নিচে নামেননি।

প্রথমবার ৫০০ রানের দেখা পান ২০১১ সালে (৫৫৭)। এরপর ২০১৩ সালে পা রাখেন ৬০০ রানের মাইলফলকে। ২০১৬ মৌসুমে গড়েন অবিশ্বাস্য এক রেকর্ড—চারটি সেঞ্চুরি ও সাতটি ফিফটিতে সংগ্রহ করেন ৯৭৩ রান যা এখনও এক আসরে সর্বোচ্চ রান।

গত মৌসুমেও ৭৪১ রান করেছিলেন কোহলি। এবারের মৌসুমেও সেই রেকর্ড ছোঁয়ার পথে আছেন। ১১ ইনিংসে করেছেন সাতটি হাফসেঞ্চুরি, যার প্রতিটিতে জিতেছে তার দল। এক মৌসুমে দলের জয়ে সাতটি ফিফটি করার রেকর্ডে ছুঁয়েছেন ডেভিড ওয়ার্নার, শুভমান গিল এবং নিজেরই ২০১৬ সালের কীর্তিকে।

চেন্নাইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে আরও কিছু রেকর্ড যোগ হয়েছে কোহলির নামের পাশে—

এক দলের বিপক্ষে আইপিএলে সর্বোচ্চ রান: চেন্নাইয়ের বিপক্ষে তার রান এখন ১,১৪৬

এক দলের হয়ে সর্বোচ্চ ছক্কা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩০৪টি

এক ভেন্যুতে সর্বোচ্চ ছক্কা: চিন্নাসোয়ামিতে ১৫৪টি

এতসব অর্জনে আরেকবার প্রমাণ হলো—কোহলি নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। প্রতিবার নতুন উচ্চতায় পৌঁছাচ্ছেন নিজের সেরা সময়েরও ওপরে।

ইউএ / টিডিএস

You may also like