শঙ্কা কাটিয়ে ফের অনুশীলনে ফিরেছেন জুড বেলিংহ্যাম তবে দুঃসংবাদ রদ্রিগোকে নিয়ে।
সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ দলে ফিরলেও মৃদু জ্বর ও সর্দি-কাশির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রবিবার (৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে সেল্তা ভিগোর। তার আগের দিন অনুশীলনের সময় হালকা জ্বরে ভুগছিলেন রদ্রিগো, সঙ্গে ছিল গুরুতর ঠাণ্ডাজনিত উপসর্গ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্লাব কর্তৃপক্ষ তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয়।
এই ম্যাচে মূল দলের একাধিক খেলোয়াড় ইনজুরির কারণে বাইরে। রদ্রিগোর পাশাপাশি স্কোয়াডে নেই রুডিগার, মঁদি, আলাবা, কামাভিঙ্গা, কার্ভাহাল ও মিলিতাও। ফলে কোচ কার্লো আনচেলত্তিকে আবারও যুব দল থেকে ফুটবলার নিয়ে ১৯ জনের দল গড়তে হয়েছে।
গেল ক’মৌসুমের মতো এবারও ইনজুরি সমস্যায় ভুগছে রিয়াল মাদ্রিদ। তবুও ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দুই নম্বরে রয়েছে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট, ম্যাচ সমান হলেও ব্যবধান মাত্র চার পয়েন্ট।
ইউএ / টিডিএস