ফুটবলের চলতি মৌসুম এখন শেষ প্রান্তে। মৌসুম শেষের দিকে চলে আসায় দলবদলের গুঞ্জন ইতোমধ্যেই জোরালো হয়েছে। অনেক খেলোয়াড় ও কোচ নতুন গন্তব্যের খোঁজে আর ক্লাবগুলো ব্যস্ত হয়ে পড়েছে স্কোয়াড ঢেলে সাজানোর প্রস্তুতিতে।
এই দলবদলের বাজারে সবচেয়ে আলোচনায় থাকা ক্লাবগুলোর একটি হলো বায়ার্ন মিউনিখ। সম্প্রতি ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, জার্মান জায়ান্টরা তাদের স্বদেশি তরুণ মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজকে দলে টানতে বায়ার লেভারকুসেনকে ২৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব দিতে যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী বায়ার্নের দুই শীর্ষ নির্বাহী উলি হোয়েনেস এবং কার্ল-হাইনজ রুমেনিগে অবসরের আগে ভির্টজকে দলে ভেড়ানোকে তাদের ‘ব্যক্তিগত লক্ষ্য’ হিসেবে নির্ধারণ করেছেন।
লেকিপ আরও জানিয়েছে, হোয়েনেস ইতোমধ্যে ভির্টজের বাবা ও এজেন্ট হ্যান্স-জোয়াখিম ভির্টজের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। ভির্টজকে দলে নিতে অন্তত ছয় থেকে সাতজন খেলোয়াড় বিক্রির পরিকল্পনাও রয়েছে বায়ার্নের। সময়ের অন্যতম সেরা তরুণ প্রতিভা ভির্টজকে নিয়ে তাই ক্লাবটির পরিকল্পনায় স্পষ্টভাবে ধরা পড়ছে বড়সড় রদবদলের ইঙ্গিত।
ফ্লোরিয়ান ভির্টজকে দলে টানতে ২৫০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব প্রস্তুত করেছে বায়ার্ন মিউনিখ। প্রস্তাবের মধ্যে ১২৫ মিলিয়ন ইউরো সরাসরি দেওয়া হবে তার বর্তমান ক্লাব বায়ার লেভারকুসেনকে আর বাকি ১২৫ মিলিয়ন ইউরো নির্ধারিত হয়েছে তার ২০৩০ সাল পর্যন্ত সম্ভাব্য বেতন কাঠামোর জন্য।
এই বিপুল অর্থ জোগাড় করতে বায়ার্ন মিউনিখ স্কোয়াডে বড়সড় রদবদলের পরিকল্পনা করেছে। সম্ভাব্য বিদায়ী তালিকায় রয়েছেন কিম মিন-জায়ে, এরিক ডায়ার, রাফায়েল গেরেরো, লিওন গোরেৎজকা, কিংসলে কোমান এবং সার্জ ন্যাব্রি—সবাই-ই অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ নাম।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ এই সম্ভাব্য দলবদলকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছে। মাত্র দুই মৌসুম আগেই বায়ার্ন ক্লাব ইতিহাসে রেকর্ড গড়ে ১০০ মিলিয়ন ইউরোতে হ্যারি কেইনকে দলে নিয়েছিল। তবে ভির্টজের ক্ষেত্রে সেই রেকর্ড ভেঙে যেতে পারে।
ইউএ / টিডিএস