এবার অনিশ্চিত ২০২৫ সালের এশিয়া কাপ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর উপমহাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত ও পাকিস্তান—দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ফের মুখোমুখি অবস্থানে পৌঁছেছে। এই উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ভারতের পক্ষ থেকে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, তারা আর কখনোই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না।

২০১২ সালের পর রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বন্ধ রয়েছে। দুই দেশের লড়াই এখন কেবল সীমাবদ্ধ এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বহুজাতিক টুর্নামেন্টে। তবে এসব প্রতিযোগিতায় আগামী দিনে তাদের অংশগ্রহণ কীভাবে হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড।

এমন পরিস্থিতির মধ্যে গুঞ্জন উঠেছে, ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনও অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাতে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এই টুর্নামেন্ট স্থগিত হতে পারে।

২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে ভারতের নাম থাকলেও পাকিস্তানের আপত্তিতে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাও ভেন্যু হিসেবে যুক্ত হতে পারে। অতীতে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলেছে নিরপেক্ষ ভেন্যুতে। এবারও সেই সম্ভাবনা থাকলেও বর্তমান রাজনৈতিক টানাপড়েনে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা স্পোর্টস তাককে বলেন, “এ মুহূর্তে এশিয়া কাপ নিয়ে মন্তব্য করার মতো কিছু নেই। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং সময়মতো সিদ্ধান্ত জানাব।”

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তিনি বলেন, “আমি নিশ্চিত নই—এ নিয়ে আলোচনার প্রয়োজন আছে।”

এদিকে, ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কও কিছুটা শীতল রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রেক্ষাপটে ভারত তাদের আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করতে পারে। আগামী আগস্টে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতের।

You may also like