অ্যানফিল্ড প্রস্তুত ছিল বহু আগেই। ৩০ বছর পর লিভারপুল লিগ শিরোপা জিতেছিল, তবে করোনার কারণে সেই উদযাপন ছিল অনেকটাই সীমিত। তাই ২০২৫ সালে লিগ শিরোপা ঘরে তোলার পর লিভারপুলে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তা ছিল আগের চেয়েও বেশি। তবে সেটা কতটা বেশি, তা বোঝা গেল কয়েক দিন পর এক গবেষণায়।
ইউনিভার্সিটি অব লিভারপুলের আর্থ, ওশান অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের একদল গবেষক জানিয়েছেন, ২৭ এপ্রিল টটেনহামকে ৫-১ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করার দিন অ্যানফিল্ডে ভক্তদের উদযাপনে সৃষ্টি হয়েছিল ভূমিকম্প। শুধু একটি নয়—লিভারপুলের পাঁচটি গোলেই আলাদা আলাদা কম্পনের রেকর্ড মিলেছে।
ম্যাচে ১১ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল, তবে লুইস দিয়াজের গোলে সমতা ফেরে। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের পর উচ্ছ্বাসে রেকর্ড হয় ১.৭৪ মাত্রার কম্পন। এরপর মোহামেদ সালাহর গোলে ১.৬০, কোডি গাকপোর গোলে ১.০৩ এবং উদোগির আত্মঘাতী গোলে ১.৩৫ মাত্রার ভূকম্পন ধরা পড়ে।
যদিও এসব কম্পনের মাত্রা ছোট, তবে তা রেকর্ড করা হয়েছে উচ্চ সংবেদনশীল যন্ত্রে, যা সাধারণত ভূমিকম্পপ্রবণ দেশ যেমন ইতালি বা চিলিতে ব্যবহার হয়। গবেষক বেন এডওয়ার্ডস বলেন, “এটি নিছক কাকতালীয় নয়। গোলের পর পরই মানুষের আবেগ থেকে যে কম্পন সৃষ্টি হয়েছে, তা আমরা বৈজ্ঞানিকভাবে রেকর্ড করতে পেরেছি।”
গবেষণায় যুক্ত ফারনাজ কামরানজাদ বলেন, “কে ভেবেছিল, ফুটবলভক্তদের উল্লাস এমনও কিছু সৃষ্টি করতে পারে! অ্যানফিল্ডের প্রতিটি চিৎকার, আনন্দধ্বনি যেন জমিনে ক্ষণিকের ছাপ রেখে গেছে। এই উদযাপনের সিসমিক ছাপ হয়তো অনেকদিন থেকেই যাবে ফুটবল ইতিহাসে।”