আর্জেন্টিনার সফর এবার এশিয়া ও আফ্রিকায়

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল চলতি বছরই এশিয়া ও আফ্রিকা সফরে আসছে। অক্টোবর ও নভেম্বর মাসে চারটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, সফরসূচিতে রয়েছে চীন, অ্যাঙ্গোলা ও কাতার। আর্জেন্টিনা দলের সঙ্গে থাকবেন অধিনায়ক লিওনেল মেসিও।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। জুন ও সেপ্টেম্বরে বাকি থাকা চারটি ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। তবে বাছাইপর্ব শেষ হয়ে গেলেও বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি চালিয়ে যেতে চায় তারা। সেই লক্ষ্যেই ফিফা উইন্ডোতে সম্ভাব্য প্রতিপক্ষ ঠিক করে আগেভাগেই ম্যাচ সূচি সাজাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা। আয়োজক চীনের বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হলেও দ্বিতীয় প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি বিশেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই ম্যাচটি হবে ১১ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করতে সম্প্রতি এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের মধ্যে বৈঠক হয়েছে। ইতিবাচক আলোচনার পর ম্যাচটি নিশ্চিত হয়। জানা গেছে, মেসিও দলের সঙ্গে অ্যাঙ্গোলায় যাবেন এবং এই ম্যাচ ঘিরে ২০০৬ সালের একটি প্রীতি ম্যাচের স্মৃতিও স্মরণ করেছেন।

অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা রওনা হবে কাতারের উদ্দেশে, যেখানে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। যদিও ওই ম্যাচে প্রতিপক্ষ কে হবে, তা এখনো ঠিক হয়নি।

২০২২ সালের বিশ্বকাপে কাতারের মাটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও সেই জয়ের ধারা ধরে রাখতে প্রস্তুত হচ্ছে দলটি—প্রতি ম্যাচেই ছুঁয়ে দেখতে চায় আরেকটি বিশ্বজয়ের স্বপ্ন।

You may also like