যৌন নিপীড়ন মামলা থেকে মুক্তি পেলেন ভিদাল

চিলির তারকা ফুটবলার আর্তুরো ভিদালের বিরুদ্ধে সম্প্রতি ওঠা যৌন হয়রানির অভিযোগ থেকে অবশেষে মুক্তি পেলেন তিনি। এ বিষয়ে ঘোষণা করেছে চিলির প্রসিকিউশন বিভাগ। শুক্রবার তারা জানিয়েছে, সান্তিয়াগোর একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ওই ঘটনার তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

৩৭ বছর বয়সী ভিদাল ও তার প্রথম বিভাগের ক্লাব কোলো কোলোর আরও কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে গত ৪ নভেম্বর এক জন্মদিনের অনুষ্ঠানে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ঐ নারী।

প্রসিকিউটর ফেলিপে সেমব্রানো এক ভিডিও বার্তায় বলেন, “আমরা সেই দিনের ঘটনা পুনর্গঠন করতে পেরেছি এবং শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণের মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

তবে, ভিদালের দলের আরও কিছু সদস্য এখনো তদন্তাধীন রয়েছেন।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস এবং ইন্টার মিলানে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার ভিদাল গত বছর কোলো কোলোতে ফেরেন, যেখানে ১৭ বছর বয়সে তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। তিনি চিলির ‘গোল্ডেন জেনারেশন’-এর অংশ ছিলেন, যারা ২০১৫ সালের কোপা আমেরিকায় দেশের জন্য শিরোপা জিতেছিল।

You may also like