৮
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের দীর্ঘ ও সফল ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে যাচ্ছেন লুকা মদ্রিচ। যদিও তার মূল চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত, তবে আসন্ন ক্লাব বিশ্বকাপের জন্য দুই সপ্তাহের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ১৩ জুলাই পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে খেলবেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
ক্লাব সূত্রে জানা গেছে, মদ্রিচ ২৫ মে থেকে ১৮ জুনের মধ্যে এই নতুন স্বল্পমেয়াদী চুক্তিতে সই করবেন, তবে এতে তার বেতন বা অন্যান্য চুক্তির শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
রিয়ালে ১৩ বছরের ক্যারিয়ারে মদ্রিচ জিতেছেন ২৮টি শিরোপা, যার মধ্যে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি রয়েছে। রিয়ালের মাঝমাঠে তিনি ছিলেন দলের শক্তি এবং তার অসাধারণ পারফরম্যান্সের কারণেই ক্লাবটি একাধিক সফলতা অর্জন করেছে।