আনচেলত্তির প্রত্যাশায় এখনো ব্রাজিল দল

ব্রাজিল জাতীয় দলের কোচ নিয়োগ-নাটকের এখনও শেষ হয়নি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের পছন্দের কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্বে আনতে আরও কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম ‘ইএসপিএন’ সূত্রে জানা গেছে, আনচেলত্তি ও তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের মধ্যে বিদায় প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সবকিছু নির্ভর করছে লা লিগার ফলাফলের ওপর। বর্তমানে শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে এবং হাতে রয়েছে পাঁচটি ম্যাচ।

আগামী ১১ মে ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা যা লিগ শিরোপা লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে। এই ম্যাচের ফলাফলই অনেকটাই নির্ধারণ করবে আনচেলত্তির ভবিষ্যৎ।

এদিকে সিবিএফ চায়, ২৬ মে’র মধ্যে নতুন কোচের নাম চূড়ান্ত করতে। কারণ ওই দিনই জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা করা হবে।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও কার্লো আনচেলত্তির মধ্যকার আসন্ন বৈঠক। এই আলোচনায় আনচেলত্তির ক্লাব ছাড়ার সময় ও শর্তাবলী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সবকিছু মিলিয়ে আনচেলত্তিকে ব্রাজিলের ডাগআউটে দেখতে চায় সিবিএফ—তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করছে রিয়াল মাদ্রিদের ওপর।

ইউএ / টিডিএস

You may also like