জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ মুখ, যাদের মধ্যে দুজন এখনো অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার স্যাম কুক। টেস্টে এখনো মাঠে নামা হয়নি তার। ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিপক্ষে তিন ম্যাচে ১৩ উইকেট এবং কাউন্টি ক্রিকেটে ১৯.৭৭ গড়ে ৩১৮ উইকেট শিকার করে নজর কাড়েন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সই তাকে ইংল্যান্ড দলে জায়গা করে দেয়।

আরেক নতুন মুখ উইকেটকিপার-ব্যাটার জর্ডান কক্স। আগেও ইংল্যান্ড স্কোয়াডে ছিলেন তিনি, তবে চোটের কারণে অভিষেকের আগেই ছিটকে পড়েন। এবার তার সামনে টেস্ট ক্যাপ পরার আরেকটি সুযোগ।

দীর্ঘ বিরতির পর স্কোয়াডে ফিরেছেন পেসার জশ টাং। সর্বশেষ ২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে খেলেছিলেন তিনি। চলতি কাউন্টি মৌসুমে ১৪ উইকেট শিকার করার পর আবারও জাতীয় দলে জায়গা পান তিনি।

ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার ঐতিহাসিক এই একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৫ মে, নটিংহামের ট্রেন্ট ব্রিজে। ২০০৩ সালের পর এই প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

ইংল্যান্ড স্কোয়াড-

জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), জর্ডান কক্স (উইকেটকিপার), স্যাম কুক, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, ম্যাথিউ পটস ও জশ টাং।

ইউএ / টিডিএস

You may also like