গুরুত্বপূর্ণ ম্যাচে নেই বার্সার বড় তারকা

ক্লাব ফুটবলের মৌসুম শেষের পথে, যেখানে একের পর এক প্রতিযোগিতার শিরোপার লড়াই চলছে। বার্সেলোনাও আছে সম্ভাব্য ট্রেবল জয়ের দৌড়ে। কোপা দেল রে ইতিমধ্যেই জিতেছে দলটি, লা লিগায় শীর্ষে আছে ৪ পয়েন্ট এগিয়ে থেকে, আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বাকি একটি ম্যাচ। তবে এরই মাঝে এসেছে বড় ধাক্কা—ইনজুরিতে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে।

ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করার ম্যাচে কুন্দে প্রথমার্ধেই চোট পান। পরীক্ষায় ধরা পড়ে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা, যার ফলে তাকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে তিনি নিশ্চিতভাবে মিস করবেন ইন্টারের বিপক্ষে সেকেন্ড লেগ এবং ১১ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো। ফিরতে পারেন লা লিগার শেষ রাউন্ড ও সম্ভাব্য ইউসিএল ফাইনালে।

নিজের ইনজুরি নিয়ে কুন্দে সামাজিক মাধ্যমে লেখেন, “মৌসুমের এমন একটা সময়ে চোট পাওয়া সত্যিই হতাশার। তবে আমি জানি, এই দল নিজেদের সর্বোচ্চটা দেবে। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।”

এই মৌসুমে কুন্দে বার্সার হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন। শুধু রক্ষণে নয়, আক্রমণেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেমনটা দেখা গেছে কোপা দেল রে ফাইনালে রিয়ালের বিপক্ষে তার গোলটিতে। এমন সময়ে তাকে হারানো কোচ হ্যান্সি ফ্লিকের জন্য বড় চ্যালেঞ্জই বটে।

You may also like