ভারতে নিষিদ্ধ করা হলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরই এ সিদ্ধান্ত নেয় ভারত সরকার। জানা গেছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়।
এ নিষেধাজ্ঞার ফলে এখন থেকে ভারতে শহিদ আফ্রিদির চ্যানেল দেখা যাবে না। নীতিনির্ধারকরা মনে করছেন, এতে চ্যানেলের দর্শকসংখ্যা ও আয়ে উল্লেখযোগ্য হ্রাস ঘটবে, যা আফ্রিদির জন্য আর্থিকভাবে ক্ষতিকর হতে পারে।
এর আগেও ভারত সরকার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল। এর মধ্যে চারটি সাবেক ক্রিকেটারদের, যাঁদের মধ্যে ছিলেন শোয়েব আখতার, বাসিত আলি, রশিদ লতিফ ও তানভীর আহমেদ। তখন আফ্রিদির চ্যানেল নিষিদ্ধের তালিকায় না থাকলেও, পরবর্তীতে ভারতীয়দের দাবির প্রেক্ষিতে তার চ্যানেল নিয়েও ব্যবস্থা নেয় সরকার।
শহিদ আফ্রিদি সম্প্রতি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ভারতের কাশ্মীরে যদি এমন হামলা হয়, ৮ লাখ সেনা থাকার পরও যদি প্রতিরোধ করা না যায়, তবে সেটা ভারতীয় সেনাবাহিনীর ব্যর্থতা।”
তিনি আরও দাবি করেন, “পহেলগামের ঘটনা পুরোপুরি সাজানো। ভারত নিজেরাই এসব করছে, তারপর পাকিস্তানকে দোষ দিচ্ছে। ইসলাম শান্তির ধর্ম, আমরা সব সময় শান্তিপূর্ণ সম্পর্ক চেয়েছি।”
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।