আগামী মে মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট ও ‘এ’ দল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচকরা।
সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে ৩৫ জনের প্রাথমিক স্কোয়াড। এই তালিকায় একাধিক চমক রাখার পরিকল্পনা করছে নির্বাচক প্যানেল।
বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা টেস্ট সিরিজ ব্যর্থতার পর রোহিত শর্মার টেস্ট নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য এবং আইপিএলে রোহিতের ফর্ম ফেরার পর তাকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই নির্বাচকদের।
বিসিসিআইয়ের একজন কর্মকর্তার ভাষায়, “ইংল্যান্ড সফর অত্যন্ত কঠিন। এমন সফরে অভিজ্ঞ অধিনায়ক প্রয়োজন। তাই রোহিত শর্মাই থাকবেন দলের নেতৃত্বে।”
এদিকে দল গঠনে সবচেয়ে বেশি ভাবনায় ফেলেছে টেস্ট দলের পাঁচ ও ছয় নম্বর ব্যাটিং পজিশন। সরফরাজ খানকে নিয়ে আস্থাহীনতায় ভুগছেন নির্বাচক প্রধান অজিত আগরকারসহ পুরো টিম ম্যানেজমেন্ট। বরং তাদের নজর করুণ নায়ার ও রজত পাতিদারের দিকে যারা পরিস্থিতি বুঝে ধরে খেলার সামর্থ্য রাখেন। ইংল্যান্ডের কন্ডিশনে ধৈর্যশীল ব্যাটারদের ওপরই ভরসা রাখতে চাইছেন তারা।
বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেছেন, ‘মিডল অর্ডার নিয়ে খানিকটা উদ্বেগ রয়েছে। সরফরাজের ব্যাটিং দক্ষতা ইংল্যান্ডে কতটা কার্যকর হবে সেটা নিয়ে সংশয় রয়েছে। করুণ এবং পাতিদার লাল বলের ক্রিকেটে দক্ষ। দু’জনেই ভালো ফর্মে রয়েছে। দু’জনের মধ্যে অন্তত এক জনের ‘এ’ দলে থাকা নিশ্চিত।’
ইউএ / টিডিএস