ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে তাদের মাঠে ৩-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে তারা ফাইনালের পথে বড় পদক্ষেপ নিয়েছে।
ম্যাচের ৩০তম মিনিটে হ্যারি ম্যাগুয়ারের ডান দিক থেকে করা চমৎকার ক্রস থেকে ক্যাসেমিরো হেডে গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন। এরপর ৩৭তম মিনিটে রাসমুস হøইলুন্ডকে ফাউল করার কারণে বিলবাও ডিফেন্ডার ড্যানিয়েল ভিভিয়ান লাল কার্ড দেখেন এবং ইউনাইটেড পেনাল্টি পায়। ব্রুনো ফার্নান্দেজ সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যানুয়েল উগার্তের ব্যাক পাস থেকে ফার্নান্দেজ তার দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে বিলবাও ১০ জনের দলে পরিণত হলেও তারা কিছু সুযোগ তৈরি করেছিল, তবে ইউনাইটেডের রক্ষণভাগ দৃঢ় ছিল এবং তারা আর কোনো গোল হজম করেনি। এই জয় ইউনাইটেডের ইউরোপা লিগের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনাকে অনেকটাই উজ্জ্বল করেছে।