সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

নিউজিল্যান্ড ‘এ’ দল বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশে পৌঁছেছে। এই সফরে তারা বাংলাদেশের ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে। সফরের সব ম্যাচই সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হবে।

সিরিজ সূচি:

একদিনের ম্যাচসমূহ:

  • ১ম ওয়ানডে: ৫ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯:৩০

  • ২য় ওয়ানডে: ৭ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ৯:৩০

  • ৩য় ওয়ানডে: ১০ মে, সিলেট আউটার স্টেডিয়াম, সকাল ৯:৩০

চারদিনের ম্যাচসমূহ:

  • ১ম চারদিনের ম্যাচ: ১৪–১৭ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সকাল ১০:০০

  • ২য় চারদিনের ম্যাচ: ২১–২৪ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সকাল ১০:০০

দলীয় নেতৃত্ব:

নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়কত্বে লাল বলের অধিনায়ক জো কার্টার এবং সাদা বলের অধিনায়ক নিক কেলি। বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

You may also like