বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ গোড়ালির চোট কাটিয়ে মাঠে ফেরার পথে আছেন। ইনজুরির কারণে তিনি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি এবং আরও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার আশঙ্কাও ছিল। তবে সেই আশঙ্কা আপাতত কেটে গেছে। ইংল্যান্ড থেকে সুখবর পাঠিয়েছেন তাসকিন নিজেই।
চোটের প্রকৃত অবস্থা জানতে তাসকিন গেল ২৮ এপ্রিল ইংল্যান্ডে যান। ২৯ ও ৩০ এপ্রিল তিনি দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং ১ মে দেখা করেন আরও একজন বিশেষজ্ঞের সঙ্গে। এই তিন চিকিৎসকই অস্ত্রোপচার না করে রিহ্যাবের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিনের বাম গোড়ালিতে হাড়ের একটি অস্বাভাবিক বৃদ্ধি আছে, যেটা পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে এটিকে নিয়ন্ত্রণে রেখে খেলা চালিয়ে যাওয়া সম্ভব। আপাতত রিহ্যাবেই তার পুনর্বাসন চলবে, যদিও এটি কতদিন চলবে, তা এখনই বলা যাচ্ছে না।
তাসকিন নিজেও দেশ ছাড়ার আগে ফেসবুকে জানান, তিনি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলেন এবং বিসিবির সহায়তায় চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন। ভক্তদের উদ্দেশে লেখেন, ‘ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরব! আমাকে দোয়ায় রাখবেন।’
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তাসকিন হয়ে উঠেছেন বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। তিনি ৭৯ ওয়ানডেতে নিয়েছেন ১১১ উইকেট, ২টি পাঁচ উইকেটসহ। টি-টোয়েন্টিতে ৭৩ ম্যাচে ৮২ উইকেট ও টেস্টে ১৭ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট। সবশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন সিরিজ-সেরা।
তাসকিনের সুস্থ হয়ে মাঠে ফেরার খবরে স্বস্তি পেয়েছে দেশের ক্রিকেটভক্তরা। এখন সবার অপেক্ষা, কবে আবার বল হাতে মাঠে ফিরবেন এই গতি তারকা।