নতুন প্রেমের ঘোষণা দিলেন শিখর ধাওয়ান

সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান সম্প্রতি তার নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে গ্যালারিতে আয়ারল্যান্ডের নাগরিক সোফি শাইনের সঙ্গে তাকে দেখা যায়, যা নতুন সম্পর্কের গুঞ্জন ছড়ায়। ধাওয়ান নিজেও এক অনুষ্ঠানে সোফিকে তার প্রেমিকা হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন।

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সোফির সঙ্গে একটি ছবি পোস্ট করে ধাওয়ান ক্যাপশনে লেখেন, “আমার ভালবাসা”, সঙ্গে একটি হৃদয়ের ইমোজি দেন। এই পোস্টের পর ভক্ত-অনুরাগীরা তাদের অভিনন্দন জানিয়েছেন।

You may also like