৪
আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। এরপরই ম্যানচেস্টার সিটির হয়ে কেভিন ডি ব্রুইনার অধ্যায় হয়ে যাবে অতীত। তবে ক্লাব ছাড়ার আগ মুহূর্তেও নিজের সেরাটা দিতে কোনো কমতি রাখছেন না এই বেলজিয়ান মিডফিল্ডার। তার করা একমাত্র গোলেই উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ ব্যবধানে হারিয়েছে সিটি।
ডি ব্রুইনার গোলে পাওয়া এই জয় ম্যানসিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে তুলেছে। ৩৫ ম্যাচ শেষে সিটির সংগ্রহ ৬৪ পয়েন্ট। ৩৪ ম্যাচ খেলে নিউক্যাসল ইউনাইটেডের পয়েন্ট ৬২।
আর্সেনালের চেয়ে মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে সিটি, গানারদের পয়েন্ট ৬৭। তবে এই সব হিসেব-নিকেশের বাইরে, লিভারপুল এরই মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে।