জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ার।
ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব পেয়ে তা প্রত্যাখ্যান করেছেন তিনি এবং বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্নের ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রিয়ান্ড।
২০১৪ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছিলেন ডায়ার। এক দশক পর, ২০২৪ সালের জানুয়ারিতে এক বছরের চুক্তিতে যোগ দেন বায়ার্ন মিউনিখে। তবে চলতি মৌসুমের শেষে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এবং এরপরই তিনি ক্লাব ছাড়বেন।
ফ্রিয়ান্ড বলেন, “আমরা ডায়ারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছি কিন্তু সে মিউনিখে আর থাকতে চায় না।” তিনি আরও যোগ করেন, “ডায়ার অসাধারণ একজন মানুষ এবং আমরা তার সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। আশা করি ক্যারিয়ারের প্রথম শিরোপা তিনি আমাদের সঙ্গে থেকেই উপভোগ করবেন।”
জাতীয় দল এবং ক্লাব মিলিয়ে এখনও শিরোপার স্বাদ না পাওয়া ডায়ার এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে পারেন। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৩১ ম্যাচ শেষে বায়ার্ন ২৩টি জয় ও ৬টি ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেনের পয়েন্ট ৬৭। আর মাত্র একটি জয় পেলেই বায়ার্ন ঘরে তুলবে তাদের রেকর্ড ৩৪তম বুন্দেসলিগা শিরোপা।
এছাড়া, ডায়ার ২০১৫ ও ২০২১ সালের কারাবাও কাপ ফাইনাল এবং ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টটেনহ্যামের হয়ে রানার্স-আপ হলেও এবার বায়ার্নের জার্সিতে তিনি ক্যারিয়ারের প্রথম শিরোপা উপভোগ করতে পারেন।
ইউএ / টিডিএস