ব্রাজিলের দায়িত্বের আশায় পদত্যাগ হিলাল

কার্লো আনচেলত্তিকে ঘিরে টানাপোড়েন চলছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের মধ্যে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা থাকলেও, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চাপের মুখে শেষ পর্যন্ত মত বদলে ফেলেছেন আনচেলত্তি। তবে সেলেসাওরা এখনো তাকে নিয়ে আশা ছাড়েনি—তারা ২৬ মে পর্যন্ত অপেক্ষা করবে বলে জানা গেছে।

এদিকে, আনচেলত্তি যদি না আসেন, তাহলে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জর্জ জেসুস। তবে আনুষ্ঠানিক প্রস্তাব না পেলেও আগেভাগেই সৌদি ক্লাব আল-হিলালের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার ভোরে আল-হিলাল ও জেসুস যৌথভাবে আলোচনা করে তার প্রস্থানের সিদ্ধান্ত চূড়ান্ত করে। ২০২৩ সালের মাঝামাঝি আল-হিলালের দায়িত্ব নেন পর্তুগিজ এই কোচ এবং তার অধীনে ক্লাবটি একাধিক শিরোপা জেতে। যদিও জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, মেয়াদ ফুরানোর আগেই সরে দাঁড়ান তিনি।

আল-হিলালের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “বোর্ড ও কোচ জেসুস সম্মত হয়েছেন চুক্তি শেষ করার বিষয়ে। ক্লাব তার অবদানের জন্য কৃতজ্ঞ। এখন থেকে টেকনিক্যাল দায়িত্ব সামলাবেন মোহাম্মেদ আল-শালহুব।”

আল-হিলালে দুই মৌসুম কাটানো জেসুস এর আগে ফ্ল্যামেঙ্গোতেও কোচিং করিয়েছেন। তার অধীনে আল-হিলাল ১৯তম লিগ শিরোপাসহ টানা ৩৪ ম্যাচে জয় তুলে ফুটবল ইতিহাসে রেকর্ড গড়ে। এছাড়া সৌদি সুপার কাপ ও কিংস কাপও জেতে দলটি। ১০৫ ম্যাচে ৮১ জয়, ১৪ ড্র ও মাত্র ১০ হার—সাফল্যের হার ৮১.৬%। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার হতাশা নিয়ে ক্লাব ছাড়েন তিনি।

৭০ বছর বয়সী এই কোচ এখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। কারণ তারা এখনো আনচেলত্তির আশায় বুক বেঁধে আছে। গত মার্চে দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর থেকে কোচশূন্য রয়েছে ব্রাজিল। বিকল্প হিসেবে তাদের বিবেচনায় রয়েছেন পালমেইরাস কোচ আবেল পেরেইরাও। ফলে জেসুসকেও লড়তে হবে কোচ হওয়ার দৌড়ে।

ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএফ আনচেলত্তিকে সময় দিয়েছে ২৬ মে পর্যন্ত। কারণ ১১ মে এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, যেখানে শিরোপা ভাগ্য অনেকটাই নির্ধারণ হয়ে যাবে। এরপর ব্রাজিল চায় দ্রুতই কোচ ঠিক করে ফেলতে, কারণ জুনে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

You may also like