টি-টোয়েন্টি ছাড়ার কারণ জানালেন কোহলি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে হঠাৎই অবসর নেন বিরাট কোহলি। সময়টা ছিল চমকে দেওয়ার মতো কারণ তখন আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছিল বহু—আসলে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন কোহলি নিজেই। আইপিএলের এক ম্যাচের আগে দেওয়া সাক্ষাৎকারে জানান, তরুণ ক্রিকেটারদের জায়গা করে দিতেই তিনি সরে দাঁড়িয়েছেন। কোহলি বলেন, ‘মনে হয় না, ওই সিদ্ধান্তের জন্য আমার ক্রিকেট খুব একটা বদলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারণ, আমাদের প্রচুর তরুণ ক্রিকেটার উঠে এসেছে। যারা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একদম তৈরি। অভিজ্ঞতা অর্জনের জন্য ওদের কিছু ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘প্রতি দু’বছর অন্তর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। চাপ সামলাতে শেখা, বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা এবং যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া দরকার। যাতে বিশ্বকাপের আগে ওরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যেতে পারে।’

কোহলি স্পষ্ট জানিয়ে দেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং দলের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া হয়েছে। তার এই পথ অনুসরণ করেছেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও—বিশ্বকাপ ফাইনালের পর তারাও টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন।

তবে অবসরের পরও কোহলির ব্যাটে রয়েছে আগের সেই ধার। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে করেছেন ৪৪৩ রান, গড় ৬৩.২৯ এবং স্ট্রাইক রেট ১৩৮.৮৭। এর মধ্যে এসেছে ছয়টি অর্ধশতক এবং তিনি রয়েছেন কমলা ক্যাপের দৌড়ে চার নম্বরে।

ইউএ / টিডিএস

You may also like