৩৫ বছর পর লিগ ওয়ানে সঙ্গী পেল পিএসজি

১৯৭৯ সালের পর থেকে ৪৬ বছর কেটে গেছে ফ্রান্সের শীর্ষ লিগ লিগ ওয়ানে প্যারিস এফসি খেলেনি। তবে নতুন মালিকানা এবং স্পন্সরের সহযোগিতায় সেই দীর্ঘদিনের আক্ষেপ কাটিয়ে অবশেষে ফ্রান্সের শীর্ষ লিগে ফিরলো প্যারিসের এই ক্লাবটি।

প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) দীর্ঘদিন ধরে লিগ ওয়ানে আধিপত্য বিস্তার করে আসছে এবং ১০টি শিরোপা জয় করে ইতিমধ্যে রেকর্ডও করেছে।  ১৯৯০ সালের পর থেকে লিগ ওয়ানে প্যারিসের আর কোনো ক্লাব ছিল না পিএসজির সঙ্গী। এরপর দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় পর ২০২১ সালে প্যারিস এফসি লিগ ওয়ানে ফিরে আসতে সক্ষম হয়েছে।

শুক্রবার (২ মে) রাতে লিগ-২ এর মার্টিগসের সাথে ১-১ ড্র করে দ্বিতীয় দল হিসেবে লিগ ওয়ানে প্রমোশন নিশ্চিত করেছে প্যারিস এফসি। এর আগে লিগ-২ শীর্ষদল লরিয়েন্তও লিগ ওয়ানে জায়গা করে নিয়েছে। লিগ-২ থেকে প্রতিবছর দুটি দল প্রমোশন পায় আর লিগ ওয়ানে দুটি দলের অবনমন হয়।

প্যারিস এফসিকে সম্প্রতি কিনে নিয়েছেন ফরাসি বিলিওনিয়ার বার্নার্ড আরনল্ট। ক্লাব কেনার সময়ই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্যারিস এফসিকে শীর্ষ লিগে ফিরিয়ে এনে একে ইউরোপীয়ান পর্যায়ে শক্তিশালী ক্লাবে পরিণত করবেন। তার সেই প্রচেষ্টার ফলস্বরূপ প্যারিস এফসি ৪৬ বছর পর লিগ ওয়ানে জায়গা করে নিয়েছে।

এছাড়া, বার্নার্ড আরনল্ট ঘোষণা করেছেন যে তারা শিগগিরই নিজেদের পুরোনো হোম গ্রাউন্ড চারলেটি স্টেডিয়ামে ফিরে আসবে।

ইউএ / টিডিএস

You may also like