আইপিএলের ফাঁকে ভারতে নতুন টি-টোয়েন্টি লিগ

আইপিএলের মধ্যেই আরেকটি টি-টোয়েন্টি লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারত। এবার ফিরছে মুম্বাই টি-টোয়েন্টি লিগ, যার নিলাম অনুষ্ঠিত হবে ৭ মে।

এই লিগে ‘আইকন’ খেলোয়াড় হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, আজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুর, পৃথ্বী শ, শিবম দুবে, তুষার দেশপান্ডে এবং সরফরাজ খান। নিলামের আগেই এই তারকা ক্রিকেটারদের বিভিন্ন দলের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

বছর কয়েক বিরতির পর আবারও আয়োজিত হচ্ছে মুম্বাই টি-টোয়েন্টি লিগ। প্রতিটি দল নিলামের আগে একজন করে ‘আইকন’ ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পেয়েছে। আয়োজকরা এদের জন্য ২০ লাখ রুপির ফিক্সড পারিশ্রমিক নির্ধারণ করেছেন।

দলভাগ অনুযায়ী সূর্যকুমার যাদব খেলবেন নাইট মুম্বাই নর্থ ইস্ট দলে, শ্রেয়াস আয়ার সোবো মুম্বাই ফ্যালকনের হয়ে। আজিঙ্কা রাহানে খেলবেন বান্দ্রা ব্লাস্টার্সে, পৃথ্বী শ খেলবেন নর্থ মুম্বাই প্যান্থার্সের হয়ে। শিবম দুবে যোগ দিয়েছেন এআরসিএস আন্ধেরিতে, শার্দুল ঠাকুর ঈগল থানে স্ট্রাইকার্সে, সরফরাজ খান আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্বসে এবং তুষার দেশপান্ডে মুম্বাই সাউথ সেন্ট্রাল মরাঠা রয়্যালসে।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিঙ্কা নায়েক বলেন, “আইকন ক্রিকেটার হিসেবে আমরা প্রতিষ্ঠিত নামগুলো বেছে নিয়েছি। প্রতিটি দল তাদের পছন্দ অনুযায়ী চুক্তি করেছে। এখন বাকি দল গঠন, যা হবে ৭ মে নিলামের মাধ্যমে। তরুণ মুম্বাই ক্রিকেটারদের জন্য এটা দারুণ এক সুযোগ নিজেকে প্রমাণ করার।”

এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত, আর সবগুলো ম্যাচই হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

You may also like