মেসি জাদুতে বড় জয় পেল মায়ামি

মাত্র তিন দিন আগেই ঘরের মাঠে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছিল ইন্টার মায়ামি। সেই হারের পর দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়ে দিয়েছিলেন এখন থেকে তাদের পুরো মনোযোগ মেজর লিগ সকারে (এমএলএস)। আর সেই প্রতিযোগিতায় মাঠে নেমেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দারুণ পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।

রবিবার (৪ মে) ভোরে চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হয়েছিল মায়ামি। ম্যাচের প্রথমার্ধেই তারা তিন গোল করে বড় লিড নেয়। নবম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে ফাফা পিকোল্ট গোল করে লিড এনে দেন। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো ওয়েগান্ডট। আর ৩৯ মিনিটে নিজেই গোল করে ব্যবধান ৩-০ করেন সুয়ারেজ।

প্রথমার্ধের শেষদিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় নিউইয়র্ক রেড বুলস। বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড ম্যাক্সিম চুপো-মোটিং গোল করে ব্যবধান ৩-১ করেন। যদিও পরে তিনি ও তার সতীর্থরা আর কোনো সুযোগ কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণে থাকে ইন্টার মায়ামি। ৬৭ মিনিটে মেসি নিজের গোলটি করেন। সতীর্থের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মহাতারকা। এটি তার ক্যারিয়ারের ৮৫৯তম গোল।

ম্যাচে আর কোনো গোল না হলেও, ৪-১ ব্যবধানের এই বড় জয় ইন্টার মায়ামির আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। এই জয়ে মায়ামি এখন এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু। সমান ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং এফসি সিনসিনাতি।

ইউএ / টিডিএস

You may also like