রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে একের পর এক ধাক্কা লেগেই চলেছে। কোপা ডেল রে’র ফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। একই সঙ্গে চোটে পড়েছেন লেফটব্যাক ফারল্যান্ড মেন্ডি ও সেন্টারব্যাক ডেভিড আলাবা। এমন সংকটে পড়ে বেকায়দায় পড়েছে কার্লো আনচেলত্তির দল।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সিদ্ধান্ত অনুযায়ী, রুডিগারের ছয় ম্যাচ নিষেধাজ্ঞা থাকছে। তবে ইতিমধ্যেই হাঁটুর অস্ত্রোপচার হওয়ায় তিনি মাঠে ফিরতে সময় নেবেন আর সেই সময়সীমা নিষেধাজ্ঞার মেয়াদও পূরণ করে দিতে পারে।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে ফারল্যান্ড মেন্ডির ইনজুরিতে। কোপা ডেল রে’র ফাইনালে মাত্র ১১ মিনিট খেলে মাঠ ছাড়েন তিনি। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ডান উরুর মাংসপেশি ছিঁড়ে গেছে। ফলে অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরাসি লেফটব্যাককে। আগামী মৌসুমের শুরুতে ফিরতে পারবেন কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এর মধ্যে ডেভিড আলাবাও ছিটকে গেছেন বাঁ-হাঁটুর চোটে। অস্ট্রিয়ান এই সেন্টারব্যাককে মাঠে দেখা না-ও যেতে পারে আগামী ছয় থেকে আট সপ্তাহ। ভাগ্য সহায় হলে ক্লাব বিশ্বকাপে পাওয়া যেতে পারে তাকে, তবে সময় বেশি লাগলে সেখানেও অনিশ্চয়তা তৈরি হবে।
এই অবস্থায় রক্ষণভাগে আনচেলত্তির ভরসা বলতে আছেন কেবল ফ্রাঙ্ক গার্সিয়া ও জেসুস ভাল্লেয়ো, যিনি এ মৌসুমে মাত্র একটি লিগ ম্যাচ খেলেছেন। বিকল্প হিসেবে মিডফিল্ডার চুয়ামেনি ও কামাভিঙ্গাকে দেখা যেতে পারে ডিফেন্সে, যদিও তারাও ক্লান্তি ও ইনজুরির ঝুঁকিতে।
এই সংকটে রিয়ালের পরিকল্পনায় বড়সড় ধাক্কা লেগেছে। কোপা ডেল রে’র ফাইনালে রুডিগারের পাশাপাশি লাল কার্ড দেখেছিলেন লুকাস ভাসকুয়েজ ও জুড বেলিংহ্যাম। যদিও প্রমাণের অভাবে বেলিংহ্যামের নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে তবে ভাসকুয়েজ দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
চলতি মৌসুমে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে শিরোপা হারিয়েছে রিয়াল। এখন কেবল লা লিগা জয়ের দৌড়ে রয়েছে তারা যেখানে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি।
ইউএ / টিডিএস