আলো না থাকায় বন্ধ প্রেসিডেন্ট কাপ টিটি

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। মূল ভেন্যু পল্টনের শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামে পর্যাপ্ত আলো না থাকা এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম ঠিকমতো কাজ না করায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

ফেডারেশন ইতোমধ্যেই এন্ট্রি ফি সংগ্রহ, প্রাইজমানি নির্ধারণ, ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ এবং টাইটেল স্পন্সর চূড়ান্ত করেছিল। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত এই র‍্যাংকিং ও প্রাইজমানি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বদ্ধ পরিবেশে খেলা চালানো সম্ভব নয়, কারণ ভেতরে প্রচণ্ড গরমে খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকেন। টানা দুই ঘণ্টা খেললেই ঘামে ভিজে একেবারে অস্বস্তিতে পড়েন খেলোয়াড়রা। জাতীয় পর্যায়ের অ্যাথলেটদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়েই প্রতিযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকল্প ভেন্যু হিসেবে এখন মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়াম নিয়ে ভাবছে ফেডারেশন।

You may also like