আর্জেন্টাইন বিস্ময়বালকে দৃষ্টি রিয়াল মাদ্রিদের

মাত্র ১৭ বছর বয়সেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে ফ্রাংকো মাস্তান্তুয়োনো। দিন কয়েক আগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি থিয়েরি অঁরির একটি মন্তব্য রাতারাতি আর্জেন্টাইন এই তরুণকে তুলে এনেছে ইউরোপের বড় ক্লাবগুলোর রাডারে। রিভারপ্লেটের এই মিডফিল্ডার সুপার ক্লাসিকোতে বোকা জুনিয়র্সের বিপক্ষে ফ্রি-কিক থেকে জয়সূচক গোল করে মন জয় করেন অঁরির।

টেলিভিশনে মাস্তান্তুয়োনোকে নিয়ে অঁরি বলেন, “আমরা ভাবি মেসি, রোনালদো, ম্যারাডোনা কিংবা পেলের চেয়ে কেউ এগিয়ে যেতে পারবে না… এরপর এল ইয়ামাল। এখন আর্জেন্টিনায় আরেক বিস্ময়বালক এসেছে—মাস্তান্তুয়োনো। মাত্র ১৭ বছর বয়সেই বোকা জুনিয়র্সের বিপক্ষে ফ্রি-কিক থেকে ক্লাসিকো জেতাচ্ছে সে!”

অঁরির এই প্রশংসার পরই মাস্তান্তুয়োনোকে দলে টানতে দৌড় শুরু করে ইউরোপের বড় বড় ক্লাব। সবার আগে আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারি ইতোমধ্যে এই তরুণকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এর আগেও তিনি ভালভার্দে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো প্রতিভাদের রিয়ালে এনেছিলেন।

তবে কাজটা রিয়ালের জন্য সহজ নয়। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড এরই মধ্যে মাস্তান্তুয়োনোর সঙ্গে দুইবার আলোচনা করেছে, যদিও প্রতিবারই তিনি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পিএসজি ও ম্যানচেস্টার সিটিও রয়েছে আগ্রহীদের তালিকায়।

এদিকে রিভারপ্লেটও নিজের রত্নকে ছাড়তে একেবারেই অনিচ্ছুক। ক্লাবটি চায় ২০২৫ সাল পর্যন্ত মাস্তান্তুয়োনোকে দলে রাখতে। এমনকি তার রিলিজ ক্লজ বাড়ানোর পরিকল্পনাও করছে তারা। এনজো ফার্নান্দেজ ও ক্লদিও এচেভেরির মতো প্রতিভাদের ঘষেমেজে গড়ে তোলার সাফল্য মাথায় রেখে মাস্তান্তুয়োনোকেও আপাতত ধরে রাখতে চায় আর্জেন্টাইন জায়ান্টরা।

You may also like