বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে, শুক্রবার সকালে। সাধারণত এই ধরনের সভা বাফুফে ভবনে আয়োজিত হলেও এবার ব্যতিক্রম ঘটছে। সভা ঢাকার মধ্যেই হলেও আয়োজন করা হচ্ছে ফেডারেশন ভবনের বাইরে—জলসিঁড়িতে।
এই দিনেই আয়োজন রয়েছে ঢাকা মেট্রোপলিটন সিটি ইন্টার স্কুল (মূলত ইংরেজি মাধ্যম) টুর্নামেন্টের ফাইনালের। ফাইনালের ভেন্যুতে সভা আয়োজনের সিদ্ধান্তও এসেছে এই উপলক্ষকে ঘিরেই। তবে ৯ মে’র সভার আলোচ্যসূচিতে ঘরোয়া ফুটবলের জ্বলন্ত কোনো ইস্যু নেই, আলোচনায় রয়েছে শুধু একটি—এএফসি এশিয়ান কাপ ফুটসাল কোয়ালিফায়ার্স।
বাংলাদেশ এখন পর্যন্ত কখনও ফুটসালের আন্তর্জাতিক কোনো আসরে অংশ নেয়নি। ২০০৮ সালের পর থেকে দেশের মাটিতেও আর কোনো ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেনি বাফুফে। ওই বছর ব্রাদার্স ইউনিয়ন ছিল শেষ চ্যাম্পিয়ন। অথচ সাম্প্রতিক বছরগুলোতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ফুটসাল জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। ফুটসাল নিয়ে এজেন্ডা রাখা বাফুফের নতুন আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।
গত ২০ মার্চ, রমজান চলাকালীন, ফেডারেশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। ইফতারের সময় ঘনিয়ে আসায় তখন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—including রেফারিজ কমিটি গঠন—পেছানো হয়েছিল। এদিকে ঘরোয়া ফুটবলের চলমান মৌসুম শেষের পথে হলেও মাঠ ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় লিগ ও অন্যান্য টুর্নামেন্ট নিয়ে অসন্তুষ্টি রয়েছে। গ্রাউন্ডস কমিটিও এখনও গঠন হয়নি।
সুতরাং এ মুহূর্তে ফুটসাল ছাড়া অন্য কোনো ইস্যু আলোচ্যসূচিতে না থাকা কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে ফেডারেশন মহলে, যদিও ‘বিবিধ’ অংশে অন্যান্য ইস্যু তুলতে বাধা নেই।
চট্টগ্রাম স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফের অধীনে এসেছে। বাফুফে সেই ভেন্যুতে বাংলাদেশ-হংকং ম্যাচ আয়োজন করতে চায় এশিয়ান কাপ বাছাইয়ে। ফলে আগে গুঞ্জন ছিল ১০ মে চট্টগ্রামে সভা হবে। কিন্তু শেষ পর্যন্ত ৯ মে জলসিঁড়িতে দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।
ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন। সভার পর তিনি রওনা হবেন প্যারাগুয়ে, ফিফা কংগ্রেসে অংশ নিতে। সফরসঙ্গী হবেন নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তুষার বর্তমানে রয়েছেন জেদ্দায়, ফিফার একটি কর্মসূচিতে।
যদিও বাফুফের কর্মকর্তারা আন্তর্জাতিক সফরে ব্যস্ত থাকেন, দেশের ফুটবলে কাঙ্ক্ষিত পেশাদারিত্ব ও শৃঙ্খলা এখনো প্রতিষ্ঠা পায়নি।
গত ২৬ অক্টোবর তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত হন। তবে ২৯ মে ঘরোয়া ফুটবলের মৌসুম শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যেও তাকে মাঠে কোনো লিগ বা কাপ ম্যাচে দেখা যায়নি। এর বিপরীতে ইন্টার স্কুল টুর্নামেন্টে তিনি উপস্থিত ছিলেন একবার, আবার ৯ মে’র ফাইনালেও তিনি থাকছেন। যদিও টুর্নামেন্টের আলাদা কমিটি রয়েছে, সহ-সভাপতি ফাহাদ করিমের সক্রিয় অংশগ্রহণের কারণে অনেকেই মনে করছেন, এ আসরে সভাপতির উপস্থিতি ফেডারেশনের অন্যান্য কার্যক্রমের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে।