প্রথম দল হিসেবে আইপিএলে বিদায় চেন্নাইয়ের

আইপিএলে চিপকের মাঠ মানেই হলুদ জার্সির উন্মাদনা। কিন্তু ঘরের মাঠে সেই উচ্ছ্বাস রূপ নিয়েছে হতাশায়।

বুধবার (৩০ এপ্রিল) পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে আইপিএল ২০২৫ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিলো চেন্নাই সুপার কিংস।

চিপকে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখলো মাহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলের ইতিহাসে এই প্রথম এক আসরে নিজেদের ঘরের মাঠে এত ম্যাচে হারলো চেন্নাই।

চলতি আসরের প্রথম ম্যাচে জয় পেলেও এরপর চিপকে একে একে পাঁচবার হেরে মাঠ ছেড়েছে সিএসকে। এর আগে এক আসরে সর্বোচ্চ চারবার হেরেছিল ২০০৮ ও ২০১২ সালে।

পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই ১৯০ রান করে, যেখানে ব্যাট হাতে আলো ছড়ান স্যাম কারান (৪৭ বলে ৮৮) ও ডেওয়াল্ড ব্রেভিস (২৬ বলে ৩২)। কিন্তু বল হাতে সেই রান রক্ষা করতে পারেনি তারা। পাঞ্জাব জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দুই বল হাতে রেখেই।

রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে শুরুটা ভালো করলেও তার চোটের পর আবার দায়িত্ব পান ধোনি। তবুও কপাল ফেরেনি চেন্নাইয়ের। টানা পরাজয়ে ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এই প্রথমবার টানা দুই মৌসুমে প্লে-অফের আগেই বিদায় নিতে হলো চেন্নাই সুপার কিংসকে। অন্যদিকে, এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিংস।

ইউএ / টিডিএস

You may also like