পাকিস্তানের প্রধান কোচ হতে আগ্রহী আজহার মাহমুদ

পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ।

বর্তমানে বাবর আজমদের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আজহার বলেন, “আমি অবশ্যই পাকিস্তানের প্রধান কোচ হতে আবেদন করতে যাচ্ছি।” ৫০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন।

২০২৪ সালের শুরুতে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই সিরিজে কিউইদের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে ফেরে পাকিস্তান।

এখনও পাক দলের প্রধান কোচের পদটি আনুষ্ঠানিকভাবে পূর্ণ হয়নি। ফেব্রুয়ারির পর থেকে ড্রেসিংরুম কার্যত কোচহীন। আজহারের পাশাপাশি এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও দুজন—নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন এবং পাকিস্তানের সাবেক কোচ সাকলাইন মুশতাক।

পিসিবির নির্ধারিত সময় অনুযায়ী প্রধান কোচ পদের জন্য আবেদন করার শেষ দিন ৪ মে।

ইউএ / টিডিএস

You may also like