তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে ওয়ানডে ক্রিকেটেই। এশিয়া কাপের ফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল—সব সফলতা এসেছে ওয়ানডেতেই। টেস্টে বা টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের ঘটনা খুবই বিরল। ওয়ানডেতে ভালো পারফরম্যান্সের কারণেই এক সময় বাংলাদেশ উঠে গিয়েছিল আইসিসি র্যাংকিংয়ের ৬ নম্বরে।
কিন্তু এখন সেই ওয়ানডেতেই সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। গত এক বছরে খেলেছে ৮টি ম্যাচ, তার মধ্যে হেরেছে ৭টিতেই। একমাত্র জয় এসেছে আফগানিস্তানের বিপক্ষে।
এই ব্যর্থতার প্রতিফলন পড়েছে র্যাংকিংয়েও। আইসিসির সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। সাম্প্রতিক বছরগুলোতে এমন খারাপ অবস্থায় আর পড়েনি বাংলাদেশ দল।
২০২৩ সালের নভেম্বরে শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হারার পরই র্যাংকিংয়ে ৯-এ নেমেছিল বাংলাদেশ। এবার আরও এক ধাপ পিছিয়ে ১০-এ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে আছে কেবল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
প্রায় ১৯ বছর পর আবারও সেই পুরনো জায়গায় ফিরলো বাংলাদেশ। ২০০৬ সালে সর্বশেষ বাংলাদেশ ছিল র্যাংকিংয়ে ১০ নম্বরে। এরপর ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ১০-এর ঘরে আসে, এবং ২০০৬ সালে জিম্বাবুয়েকে টপকে উঠে যায় ৯-এ।
২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর ভারতের মতো বড় দলকে হারিয়ে উঠে এসেছিল ৭ নম্বরে। ২০১৭ সালে আসে ৬-এ, যা আবার ছুঁয়েছিল ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে। কিন্তু এরপর থেকেই অবনমন শুরু হয়, যা এখন গিয়ে ঠেকেছে ১০ নম্বরে।
আইসিসির নতুন ওয়ানডে র্যাংকিং অনুযায়ী শীর্ষে রয়েছে ভারত (১২৪ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড (১০৯), খুব সামান্য ব্যবধানে তিনে অস্ট্রেলিয়া। এরপর আছে শ্রীলঙ্কা ও পাকিস্তান (১০৪ করে), দক্ষিণ আফ্রিকা (৯৬), আফগানিস্তান (৯১), ইংল্যান্ড (৮৪), ওয়েস্ট ইন্ডিজ (৮৩), এবং শেষে বাংলাদেশ, মাত্র ৭৬ পয়েন্ট নিয়ে।